আসছে পবিত্র রমজান মাসে কুয়েতের চলমান কারফিউ এর সময় দ্বিতীয় ধাপে ১১ ঘন্টা থেকে কমিয়ে ১০ ঘন্টার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৫টা পর্যন্ত। আর এই ১০ ঘন্টার কারফিউ কার্যকর হতে যাচ্ছে বৃহস্পতিবার ৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত।
দেশটির মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকের বরাত দিয়ে এ খবরটি জানায় স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস।
ওই দৈনিকটি আরো জানায়, কারফিউ এর সময় চলাকালীন রেস্টুরেন্ট গুলো হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবে রাত ৩টা পর্যন্ত।
এছাড়াও সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত শুধুমাত্র নিজ গৃহের আঙিনায় হাঁটার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ কুয়েতের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এক মাসের জন্য ”বিকেল ৫টা থেকে সকাল ৫টা পর্যন্ত” ১২ ঘন্টার আংশিক কারফিউ ঘোষণা দেয়া হয়।
পরবর্তীতে প্রথম ঘোষিত কারফিউ এর সময়সীমা শেষ হওয়ার আগেই আরো এক ঘন্টা কমেছে কারফিউ এর সময়।
গত বছরের ১২মার্চ, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপসাগরীয় এ দেশটি প্রথম আংশিক কারফিউ জারির ঘোষণা দেয়।
ওই সময় প্রায় সাত মাস লকডাউন – কারফিউ শেষে গত বছরের ৩০ আগস্ট লকডাউন-কারফিউ উঠিয়ে নেয়া হয়।
কুয়েতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশটিতে আবারো কড়া বিধিনিয়ম চালু করা হচ্ছে৷
?️আ হ জুবেদ