১৭ হাজার ৮২০ বর্গকিলোমিটারের আয়তন পশ্চিম এশিয়ার দেশ কুয়েত। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান।
ছোট দেশ, প্রায় পনেরো লাখ জনসংখ্যার এই দেশটিতে স্থানীয় নাগরিকদের তুলনায় তিন গুণ বেশি প্রবাসীরা বিভিন্ন কাজে নিয়োজিত।
মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধশালী দেশ কুয়েত। দেশটিতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, এদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী এদেশের মাজারা বা কৃষি কাজের সাথে সম্পৃক্ত।
কৃষি প্রধান অপার সম্ভাবনার দেশ ছেড়ে প্রবাসে এসে শত প্রতিকূলতা সত্ত্বেও সবজি চাষ ও কুয়েতের সবজি চাহিদা মেটাতে কৃষি খাতে এক উজ্জ্বল ও অনবদ্য দৃষ্টান্ত রেখে চলেছেন বাংলার সূর্য সন্তান প্রবাসীরা।
উপসাগরীয় দেশ কুয়েতে কৃষি অঞ্চল বলে খ্যাত দুটি এলাকা, দেশটির এক প্রান্তে ওয়াফরা ও অন্য প্রান্তে আব্দালী এলাকা। আর এদুটি এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা কুয়েতের সিংহভাগ সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
কুয়েতের উত্তর সীমান্তের নিকটবর্তী বাসরা (ইরাক) এর ৮০ নম্বর রোডের পূর্বদিকে অবস্থিত কৃষি খামারের একটি বৃহৎ অঞ্চল এর নাম আব্দালি।
অন্যদিকে, কুয়েতের প্রাক্তন নিউট্রাল জোনের সীমানার মধ্যে দক্ষিণ অঞ্চলের নাম ওয়াফরা। দেশটির আহমদী গভর্নরেটের অংশ এটি। উর্বর মাটি পাশাপাশি গবাদি পশু-পাখির খামার এর জন্য অত্যন্ত সুপরিচিত এই অঞ্চলটি। কুয়েত-সৌদি আরব সীমান্তের সমান্তরালে অবস্থিত এই এলাকাটি দেশটির রাজধানী শহর থেকে এর দুরত্ব ১১০ কিলোমিটার।
ওই এলাকায় প্রবাসী বাংলাদেশি কৃষকেরা চাষাবাদ করছেন মাসকলাই, ফুঁল কপি, বাধাঁ কপি, টমেটু , ক্যাপ্সিকাম, বেগুন, লেট্যাস সহ বিভিন্ন সবজি ও আবাদি ফসল। অবশ্য প্রবাসীরা অনেক কষ্ট করে সবজি উৎপাদন কাজের জন্য তাদের ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছেন বলে জানান তারা।
প্রচণ্ড গরমের দেশ কুয়েত,৫০ থেকে ৬০ ডিগ্রী তাপমাত্রার এই দেশে শীতকালীন সবজি চাষ করে চলেছেন প্রবাসী বাংলাদেশীরা। শীত মৌসুমে শীতকালীন সবজি সহজেই চাষ সম্ভব হলেও গরমের সময় বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করতে হয়, ওই এলাকায় কৃষি কর্মে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকরা জানান,বর্তমানে লোকবল কম থাকার কারণে সবজি চাষ ও বাজারজাত এর ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে।
কুয়েতের দুই কৃষি অঞ্চলে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের হাতের ছোঁয়ায় দেশটি কৃষি খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে।
ওয়াফরা এলাকার শ্রমজীবী প্রবাসীদের সুযোগ- সুবিধা ও সমস্যা সমাধানে কুয়েত দূতাবাসের সহযোগিতা অত্যন্ত জরুরী বলে মনে করছেন মরুর বুকে কৃষি উৎপাদনকারী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা।
?️আ হ জুবেদ