বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের চুক্তিভিত্তিক মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।
গত ২০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তার নতুন মেয়াদ কার্যকর হবে বলে বুধবার এক আদেশে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম,আবুল কালামের এই চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানোকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি ও কুয়েত আওয়ামীলীগের আহ্বায়ক কাজী শহীদুল ইসলাম পাপুল, পাশাপাশি এ নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রদূত এস এম আবুল কালামের চুক্তিভিত্তিক মেয়াদ দুই বছর বাড়ানো হলে, গত বৃহস্পতিবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি, কুয়েত আওয়ামীলীগের আহ্বায়ক ও বঙ্গবন্ধু স্কুল কুয়েতের প্রতিষ্ঠাতা কাজী শহীদুল ইসলাম পাপুল এর নেতৃত্বে রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানাতে আওয়ামী নেতা-কর্মীরা ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছিলেন।
এসময় রাষ্ট্রদূত এস,এম,আবুল কালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমার সাধ্যমত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, আপনাদের জন্য দূতাবাসকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিণত করেছি।
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি, কুয়েত আওয়ামীলীগের আহ্বায়ক ও বঙ্গবন্ধু স্কুল কুয়েতের প্রতিষ্ঠাতা কাজী শহীদুল ইসলাম পাপুল বলেন, মান্যবর রাষ্ট্রদূতকে দ্বিতীয় মেয়াদে বৃদ্ধি করায় আমি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।
এ নেতা আরো বলেন, আজ আমরা মান্যবর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাতে এখানে এসেছি, পাশাপাশি এটাও আশ্বস্ত করতে এসেছি যে, পূর্বের ন্যায় আগামীতেও আমরা আপনাকে সহযোগিতা করবো।
উল্লেখ্য, চট্টগ্রামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালাম ২০১৬ সালের ১৩ এপ্রিল কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
ওই দায়িত্বে যোগ দেওয়ার আগে কালাম চট্টগ্রাম মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।
চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি অগ্রণী ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
এ অবস্থায় মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে এখন তার সঙ্গে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।