অগ্রদৃষ্টি ডেস্কঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উত্সব উদযাপন করছেন এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা।
সৌদি আরবঃ সৌদি আরবে সকালে ঈদের নামাজের পর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন শুরু করেন হজে অংশ নেওয়া বিভিন্ন দেশের লাখো মুসলমান।
ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো পবিত্র হজ। আর হজের অন্যতম অংশ হিসেবে পশু কোরবানির মধ্য দিয়ে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা স্মরণ করার প্রথা শুরু থেকেই পালিত হয়ে আসছে। এদিন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরু, উট, ছাগল, ভেড়াসহ হালাল বিভিন্ন পশু কোরবানি দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতঃ মুসলিমরীতি অনুসারে আজ সংযুক্ত আরব আমিরাতের মানুষও মহান আল্লাহ তায়ালার দরবারে পশু কোরবানি দেন। এ ছাড়া আজ দিনভর প্রিয়জনদের সঙ্গে সাক্ষাত্, কেনাকাটা ও পরিবার-পরিজনদের নিয়ে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে যাবেন দেশটির সাধারণ মানুষ। ঈদ উপলক্ষে আতশবাজি, পথউত্সবসহ নানা আয়োজন করা হয়েছে।
কুয়েতঃ প্রায় ৩লক্ষ প্রবাসীদের কর্মস্থল কুয়েতে বাংলাদেশীরা এবার কুয়েতের বাঙ্গালী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা একসাথে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
এসময়য় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস,এম,আবুল কালাম সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা প্রাবাসিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
কুয়েতের হাসাবিয়া এলাকায় ঈদের নামাজ আদায় করতে আসা মানুষের সংখ্যা এতই বেশি ছিল যে, দেখাগেছে মসজিদের নির্ধারিত জায়গা ছাড়াও আশপাশের রাস্তা গুলোও ছিল লোকে লোকারণ্য।
এ ছাড়া ওমান, কাতার, ইয়েমেনসহ মধ্যপ্রাচের দেশগুলোতে মহাসমারোহে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন, মালয়েশিয়ায়ও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।