কুয়েত সরকার হাউজিং আইনলঙ্ঘন শূন্যের কোটায় নেয়ার পরিকল্পনা নিয়েছে।
চলমান দেশটির আবাসিক আইন লঙ্ঘন মোকাবেলা এবং আইন সমানভাবে প্রয়োগ করার জন্য প্রচারণা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল সফর করছেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ জুন নিরাপত্তা নিশ্চিতকল্পে হাওয়াল্লি অঞ্চল সফর করে বেশ কিছু অবৈধ স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেন রাষ্ট্রের দায়িত্বশীল মন্ত্রীরা।
হাউজিং আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবেনা উল্লেখ করে ওই সফরের সময় তারা বলেন, যারা সাধারণ শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা না করে নিজেদের আর্থিক লাভকে অগ্রাধিকার দেয়; তাদের প্রতি কোনো সহনশীল আচরণ করা হবেনা।
আইন প্রয়োগে কঠোর এবং নিরপেক্ষতা বজায় রাখার উপরও জোর দেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসীর মৃত্যুর পর অভিযোগ উঠে নিয়মবহির্ভূত অধিক প্রবাসীরা বসবাস করছিলেন ওই ভবনে।
এছাড়াও অভিযোগ রয়েছে কুয়েতের অনেক ভবনের নির্দিষ্ট অংশের বাইরে অননুমোদিত অংশ বৃদ্ধিকরণের।
আ.হ.জুবেদ
প্রধান সম্পাদক, অগ্রদৃষ্টি