বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে মহান বিজয় দিবস ও তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ও ইউএন হ্যাবিট্যাটের যৌথ উদ্যোগে এক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাবরিয়াস্থ কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি এবং ইউএন হ্যাবিট্যাটের প্রধান ড. আমিরা আল হাসান।
অনুষ্ঠানে আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের রাষ্ট্রদূতগণ ছাড়াও প্রবাসী বাংলাদেশি রক্তদাতা, প্রবাসী সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বিজয় দিবসের মূল্যবোধ—স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সহমর্মিতার এক জীবন্ত বহিঃপ্রকাশ হলো এই রক্তদান কর্মসূচি। তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে এবং তিনি কুয়েত সরকার ও ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, ড. আমিরা আল হাসান তার বক্তব্যে এই উদ্যোগকে সামাজিক সংহতি এবং টেকসই ও সহনশীল নগর গড়ার লক্ষ্যে ইউএন হ্যাবিট্যাটের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে অভিহিত করেন এবং বাংলাদেশি কমিউনিটির এই মহৎ প্রচেষ্টার প্রশংসা করেন। কম্বোডিয়ার রাষ্ট্রদূতের রক্তদানের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে দিনব্যাপী প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন।











