
কুয়েতে প্রবাসী ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যে দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েতের আয়োজনে এবং প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সহযোগিতায় শুক্রবার (১০ অক্টোবর) কুয়েতের মুসরেফ ফুটবল মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের জমজমাট লড়াই চলে। নকআউট ভিত্তিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে, যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১০টি দল ছিটকে যায়।
ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল “সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব এবং দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব কুয়েত”। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ফাইনাল ম্যাচে দুই দলই শিরোপার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেয়। তবে, খেলার প্রথমার্ধে ১টি এবং দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে দোহার নবাবগঞ্জকে পরাজিত করে শিরোপা জিতে নেয় সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত। দুপুর থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এই ফুটবল মহোৎসব।

খেলা শেষে প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরীর পরিচালনায় ও সংগঠনের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় জাসিম আল-হারবান।

ফুটবলকে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি জাসিম আল-হারবান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ফুটবলের মতো একটি আন্তর্জাতিক খেলা সব সময় বিভিন্ন দেশের মানুষকে এক করে। ভিনদেশে কঠোর পরিশ্রমের পরেও আপনারা এভাবে খেলাধুলার আয়োজনে সক্রিয় আছেন, এটা সত্যিই প্রশংসার যোগ্য। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে এবং প্রবাস জীবনে উদ্দীপনা যোগায়। এমন টুর্নামেন্ট প্রবাসীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করবে।” তিনি বিজয়ী ও বিজিত সকল দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত ও প্রবাসী ফেডারেশন ফুটবল কুয়েতের সকল পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ ছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।