‘’প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত দূতাবাসের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।অনুষ্ঠান পরিচালনা করেন মিনিস্টার শ্রম আবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করা হয়।
পরে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিনিস্টার শ্রম আবুল হোসেন,প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টার বাণী পাঠ করেন তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির।
আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রাষ্ট্রদূত, প্রবাসী বাংলাদেশীদের স্থানীয় আইন-কানুন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব আপনাদের,আপনারাই পারেন দেশের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ২ জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কৃত করা হয় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী ও জনতা জেনারেল ট্রেডিং কোম্পানীর স্বত্বাধিকারী সিআইপি আলহাজ্ব আবুল কাশেমকে।
এছাড়াও ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে দেশ গঠনে প্রবাসীদের অনবদ্য ভূমিকা ও দূতাবাসের শ্রম কল্যাণ উইং কর্তৃক নানা সেবামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, সোনালী ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকিসহ দূতাবাসের সকল সদস্য এবং বিপুল সংখ্যক প্রবাসী ও সাংবাদিকরা।