বিশেষ প্রতিনিধিঃ
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহরা গভর্নরেটের ভিসা আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করার জন্য ব্যাপক নিরাপত্তা অভিযান করেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) জাহরা এলাকায় নিরাপত্তা অভিযানে অনেক অবৈধ প্রবাসীদের গ্রেফতার করেছে কুয়েত প্রশাসন।
কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ রিলেশনস অ্যান্ড সিকিউরিটি মিডিয়া ডিপার্টমেন্ট এর নিয়মানুসারে গ্রেফতারকৃত ভিসা আইন লঙ্ঘনকারীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে।
এছাড়াও ভিসা আইন লঙ্ঘনকারীদের পাশাপাশি বেশ কিছু ব্যক্তিকে মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থ রাখার জন্য গ্রেপ্তার করা হয়।
কুয়েত প্রশাসন জোর দিয়ে বলেছে, ভিসা আইন লঙ্ঘনকারীদের ধরপাকড়ের জন্য চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।
কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেশটির জনসাধারণকে চলমান অভিযানে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে,প্রয়োজনে কুয়েতের জরুরী (১১২) নম্বরে ফোন দিয়ে ভিসা আইন লঙ্ঘনকারী বা যেকোনো আইন লঙ্ঘনকারীদের বিষয়ে জানাতে বলেছে।
উল্লেখ্য, কুয়েত সরকার অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত।পরে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। আর এই সময় শেষ হওয়ার পর বিশেষ অভিযান শুরু করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। অভিযানে অবৈধ অভিবাসীদের ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারে কার্যক্রম শুরু করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী।