বিনোদন ডেস্কঃ ২০১৬ সালের জানুয়ারিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহির ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং শুরু হয়। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয় ডিসেম্বরে। এর পরপরই সম্পাদনা শুরু হয় কলকাতায়। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হয়েছে ডাবিং।
নির্মাতা দীপনের কাছে ‘ঢাকা অ্যাটাক’-এর বর্তমান অবস্থা জানতে চাওয়া হলে বলেন, ‘আমরা সময় নিয়েই ডাবিং করছি। এর মধ্যে ৫০ ভাগ ডাবিং শেষ হয়েছে। ডাবিং শেষ হলেই বিস্তারিত বলতে পারব। মুক্তির তারিখও নির্ধারণ করব।’
সিনেমাটিতে পুলিশের এডিসির ভূমিকায় আরিফিন শুভ ও সাংবাদিক হিসেবে অভিনয় করেছেন মাহি। আরো আছেন শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, আফজাল হোসেন ও নওশাবা আহমেদ। পাশাপাশি অভিনয় করেছেন পুলিশ ও সোয়াত টিমের সদস্যরা।
বাংলাদেশে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সানী সানোয়ারের গল্পে ও তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এছাড়া ‘টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল ছিল’ গানটি নতুন সঙ্গীতায়োজনে আইটেম গান হিসেবে ব্যবহার করা হযেছে।
অ্যাকশন দৃশ্যের জন্য ব্যবহার করা হয়েছে ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও ৫ কিলোগ্রাম ওজনের হেলমেট।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই