জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : কাপ্তাই উপজেলার দুর্গম এলাকা জগনাছড়ি গ্রামের খালের উপর নির্মিত ব্রীজের বেহাল দশা হলেও দেখার কেউ নেই। সাম্প্রতিক টানা বর্ষন ও ঢলে নদীর পানি অত্যাধিক পরিমাণ বেড়ে যায়। এ অবস্থায় নদীর পাড় ভেঙ্গে চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রীজটির বেহাল অবস্থার সৃষ্টি হয়। একদিকে নদী ভাঙ্গন ও অন্যদিকে ঝুঁকিপূর্ণ ব্রীজ দুই মিলে গ্রামটির অবস্থা খুবই নাজুক। কারণ এই ব্রীজ পথেই গ্রামের ৫ হাজার মানুষ নিয়মিত চলাফেরা করে। স্কুল-কলেজ গামী হাজার হাজার কোমলমতী শিক্ষার্থী নিয়মিত এই একমাত্র পথেই আসা-যাওয়া করে। সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গনের ফলে বেহাল অবস্থার সৃষ্টি হওয়া এই ব্রীজটি বর্তমানে সম্পূর্ণরূপে ভেঙ্গে গেছে। কাঠের তৈরি ব্রীজ দিয়ে কোনমতে গ্রামের জনসাধারণ অত্যান্ত ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। যেকোন সময় ব্রীজ ভেঙ্গে সৃষ্টি হতে পারে মারাত্বক দুর্ঘটনা। স্থানীয় থোয়াইনু মারামা জানান, কাঠের তৈরি ব্রীজ দিয়ে বর্তমানে খুব ঝুঁকিপূর্ণ ভাবে তাদের চলাচল করতে হচ্ছে। ব্রীজটিতে উঠলে তা হেলতে থাকে। অতিস্বত্ত্বর সংস্কার করা না হলে তা ভেঙ্গে পরবে বলে আশঙ্কা করেছেন তিনি। কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, ব্রীজটি দুর্গম এলাকায় হওয়ায় সংস্কার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে অতিস্বত্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।