ভাগ্য বদলাতে বিদেশে এসে উল্টো ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন অনেক প্রবাসীরা।
আকামা বিহীন তাদের প্রতিটি মুহূর্তই প্রচণ্ড ভয়-ভীতির মধ্যদিয়ে কাটাতে হচ্ছে।
চলতি মাসের ১৭ তারিখ শেষ হতে যাচ্ছে কুয়েতের সাধারণ ক্ষমার সময়সীমা।
এরপর অবৈধদের বিরুদ্ধে কঠোর হবে স্থানীয় প্রশাসন।
এমতাবস্থায় হার না মানা অনেক রেমিট্যান্স যোদ্ধাদের কন্ঠে বার বার উচ্চারিত হচ্ছে একটি কথা “এখানে থাকলে বিপদ, দেশে গেলেও বিপদ”
আ.হ.জুবেদ
প্রধান সম্পাদক, অগ্রদৃষ্টি