লিখবো কী আর লেখার ভাষা পাচ্ছি নাতো খুঁজে ,
মায়ানমারের দৃশ্য দেখে
সবাই যেন আছি চক্ষু বুজে ।
জাতিসংঘ মুখ খুলেনা
বন্ধ করে চোখ ,
দেখছে নাতো মায়ানমারে মারছে কতো লোক???
মানবাধিকার নামে আছে সুশীল সমাজ ও তাই ,
দেখে ও যেন না দেখার ভান করছে সদাসাই ।
জাতিসংঘের এই কি নীতি মানুষ মারার কল ,
এ নাম রেখে কি লাভ হবে নাম রাখাই নিস্ফল ।
কমনওয়েল্থ ইসালামী জোট আরব লীগ যারা ,
চোখে মুখে পর্দা রেখে
দেখছে নাকো তারা ???
ধরার বুকে নবীন নীতি
হলো যে উদয় ,
পাবে যেথায় মারবে সেথায় মুসলিম যদি হয়।
এইতো সেদিন অংসান সুকী শান্তির নোবেল পেয়ে ,
শান্তির নামে অশান্তি আজ ছড়িয়ে দিলো যেয়ে।
তার না জন্য কাঁদেনি কে
যখন ছিলো জেলে ,
অকপটে ভুলে গেলো ক্ষমতা যখন পেলে ।
এই কি বুঝি রাজার
নীতি ক্ষমতার ব্যবহার ,
প্রভূ তুমি রহমত কর দিলাম তোমায় ভার ।
ইউনুস সাহেব নোবেল পেলেন বগলে চেপে তাই ,
বান তুফান জল্লোচ্ছাসে
সেখানে উনি নাই ।
উনি আছেন পরের দেশে লাগলে অঢেঢ় টাকা ,
তেল মালিশে বড়ই মজবুত ঘুরাতে সুধের চাকা ।
দেশে আজি মহা বিপদ কষ্ট
করে মানুষ ,
দেখে ও যেন না দেখে তাই উড়ায় সুখের ফানুস ।
কি লাভ হবে এই নোভেলে নামকা ওয়াস্তে শুধু ,
শান্তি নামে অশান্তি আজ
মরুভূমির ধূ ধূ ।
কবি আব্দুর রহিম
৩১.০৮.২০১৭