জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের প্রায় ৫শ জেলে পরিবার অধ্যুষিত গ্রাম শ্যামাপাড়া। অব্যাহত ভাঙনে গ্রামটি এখন ছোট হয়ে আসছে। দীর্ঘদিন ধরে কর্ণফুলি নদী ভাঙছে। গ্রাস করে নিচ্ছে বসতভিটা, আবাদি জমি ও ঘরবাড়ি। সম্প্রতি ভাঙনের তীব্রতা ভয়াবহ হয়ে উঠেছে। গত দশ বছরে শ্যামাপাড়া গ্রামের শতাধিক পরিবার নদীর ভাঙনে বাস্তুহারা হয়েছে। শ্যামাপাড়া গ্রাম বিলীন হতে চললেও ভাঙ্গন প্রতিরোধের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। উদ্বাস্তু পরিবারগুলো কোন সরকারি সহায়তা পায়নি। পরিবারগুলো খোলা আকাশের নিচে বা প্রতিবেশীর বাড়িতে মানবেতর জীবন যাপন করছে। শ্যামাপাড়া গ্রামের মাস্টার সুনীল দাশ জানান, গ্রামের মানুষেরা প্রায়ই গরিব। দিনমজুরের পেশায় উপার্জিত আয়ে অনেকের নূন আনতে পান্থা ফুরায় অবস্থা। জমি কিনে বাড়ি তৈরির বাড়তি আয় নেই তাদের। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে কর্ণফুলি নদীর ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।