কয়েক দিনের মধ্যেই রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর টিকা নিবন্ধিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (১১ আগস্ট) পুতিন তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, কোভিড-১৯’র টিকা আবিষ্কারের পথে রুশ বিজ্ঞানীরা এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার সব ধাপ পার হয়ে এসেছেন। তারা প্রমাণ করেছেন এই টিকা নিরাপদ ও এটি কার্যকর।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের ওষুধটি এই মহামারীর বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটই মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল। এবার রাশিয়ান এই ভ্যাক্সিনটিও করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, আগামীকাল (১২ আগস্ট) এই ভ্যাক্সিনটির উদ্বোধন করা হবে।
সূত্র, সময়টিভি পোর্টাল