বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান এলাকায় ভূঁয়া ডিবি পুলিশ সেজে গাড়ী থামিয়ে টাকা ছিনতাইয়ের সময় জনতা তিন মাতালকে আটক করে গনধোলাই দিয়ে কমলগঞ্জ থানার কাছে সোপর্দ করেছে।
এলাকা সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) বিকাল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগাণ এলাকায় মৌলভীবাজার সদর উপজেলার কাজীর বাজার নামক এলাকার মৃত আফজুর রহমানের পুত্র সাজেদুর রহমান(৩৬) বেকামুড়া এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র বদরুল ইসলাম (৫৫) ও সিএনজি চালক পিয়ার আলীর পুত্র ইছুব আলী এই তিন ব্যক্তি মদ্যপান করে মাতাল অবস্থায় রাস্তায় গাড়ী থামিয়ে ভূঁয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে চাঁদাবাজি শুরু করে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। একপর্যায় তাদের মধ্যে কে ওসি আর কে এসপি এনিয়ে বাকবিন্ডতা সৃষ্টি হলে জনসাধারণের মধ্যে সন্দেহ জাগে।পরে জনতা তাদের ঘেরাও করে ধরে গণধোলাই দিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে এস আই মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্হল থেকে আহত অবস্হায় তিনজন কে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় চা বাগান এলাকার সিএনজি চালক জগৎ লাল বাদী হয়ে কমলগঞ্জ থানায় তাদের বিরুদ্ধ ভূঁয়া ডিবি পুলিশ অফিসার সেজে টাকা ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মামলার আয়ু এস আই মোঃ মাহবুব অগ্রদৃষ্টিকে জানান,আটককৃত ব্যক্তিদের টার্গেট ছিলো মুলত গতকাল চা শ্রমিকদের সপ্তাহিক বেতনের টাকা ছিনতাই করা।সেটা করতে আসামীরা ব্যর্থ হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ৩৯২/৫১১ মামলা নং ১৪/৯/১৭ ইং ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে ১৫ সেপ্টেম্বর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।