প্রিয় চট্টগ্রাম
এস এম পেয়ারুল হক
চট্টগ্রাম থেকে প্রকাশিত
পত্রিকা এক এল
পাঠক কূলের চাহিদাপূর্ণ
পত্রিকাটি খুব ভাল।
দেশ-বিদেশ আর গ্রাম-নগরের
আছে নানান খবর,
বিনোদন আর খেলাধুলার
রঙ্গিন ছাপায় খবর।
আইনি কথা, নন্দকথা
রাশিফল আর দৃশ্য,
পাঠককূলকে আকর্ষন করে
অবাক করা বিশ্ব।
দিন দিন হচ্ছে প্রিয়
প্রিয় চট্টগ্রাম,
পত্রিকা জগতে এটি এখন
বিষ্ময়কর নাম।
পড়ব এটি, জানব খবর
দেখব নানান দৃশ্য,
পত্রিকা জগতে একদিন হবে
প্রিয় চট্টগ্রাম শীর্ষ।
কবি ঃ শিক্ষক, পোমরা উচ্চ বিদ্যালয়।