ওমানের রাজধানী মাস্কাটে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন লক্ষ্মীপুরের কমলনগরের চরপরগাছা গ্রামের মোহাম্মদ শাজাহান, কুমিল্লার মুরাদনগরের পাকবালিঘর গ্রামের শিবাস দাস ও নোয়াখালী সদরের পূর্ব আজবারিয়া গ্রামের মো. সুমন। পরিচয় না জানা নিহত অন্যদের লাশ মাস্কাট পুলিশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার মাস্কাটের একটি নির্মাণাধীন এলাকায় এক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় আহত হন ছয়জন। পরিচয় পাওয়া তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগের পর তাদের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত ছয়জনের যথাযথ চিকিৎসার বিষয়ে হাসপাতাল ও মাস্কাট পুলিশের সঙ্গে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা যোগাযোগ করছেন।
ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ১৩ সেপ্টেম্বরে জেসিবি মেশিনের নিচে (খনন কাজে ব্যবহৃত বাকিট) চাপা পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সবাই নিয়োগদাতা প্রতিষ্ঠান থেকে পালিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করছিল।