৩০শে ডিসেম্বর নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে শপথ নেননি জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ জন প্রার্থী।
এদের মধ্যে রয়েছে বিএনপি’র ৫ জন ও গণফোরামের ২ জন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
৩০০টি নির্বচনী আসনের একটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং অনিয়মের অভিযোগ ওঠায় কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল হয়ে যাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পুনর্নির্বাচনের ঘোষণা দেয়া হয় ৯ই জানুয়ারি।
কাজেই ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেয়া ৭ জন বাদে বাকি ২৯১ জন প্রার্থী শপথ গ্রহণ করেছেন।
জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।