ঢাকা: বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী এয়ারটেল গ্রাহকরা পাচ্ছেন যমুনা ব্যাংক ”শিওরক্যাশ” এর মোবাইল ব্যাংকিং সেবা।
যমুনা ব্যাংক লিমিটেড সম্প্রতি প্রগতি সিস্টেম লিমিটেডকে তাদের সফ্টওয়্যার পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে। মোবাইল ব্যাংকিং সেবাটির নাম হবে “যমুনা ব্যাংক শিওরক্যাশ”। এজন্য এয়ারটেল গ্রাহকদের তাদের মোবাইল থেকে এমকমার্স ইউএসএসডি কোড *৪০০# ডায়াল করতে হবে। চুক্তি অনুযায়ী এয়ারটেল গ্রাহকরা সহজেই ক্যাশ ইন, ক্যাশ অউট, মানি ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, স্কুল ফি পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট এবং মোবাইল টপ আপ সেবাগুলো পাবেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চিফ সার্ভিস অফিসার ও হেড অব এমকমার্স অ্যান্ড পি আর রুবাবা দৌলা , যমুনা ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শফিকুল আলম ও প্রগতি সিস্টেম লিমিটেড এর সিইও ও এমডি ডক্টর শাহাদাত খান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চিফ সার্ভিস অফিসার ও হেড অব এম কমার্স অ্যান্ড পি আর রুবাবা দৌলা অনুষ্ঠানে বলেন “এয়ারটেল ‘সেবাই প্রথম’ স্লোগানে বিশ্বাসী। গ্রাহকদেরকে ইনোভেটিভ এবং এক্সাইটিং পণ্য দিতে আমরা অবিরাম কাজ করে যাচ্ছি। এয়ারটেল নেটওয়ার্কে যমুনা ব্যাংক এর শিওরক্যাশ এর অর্ন্তভুক্তি জনগনকে মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহারে আরো উৎসাহিত করবে। দেশের অর্থনীতিতে এই চুক্তি একটি অর্থবহ ফলাফল নিয়ে আসবে। ”
অন্যান্যদের মধ্যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এমকমার্স এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর সাদিক ফয়সাল, সিনিয়র এক্সিকিউটিভ কবি কল্পতরু বিশ্বাস ও যমুনা ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.কে.এম সাইফুদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইসিটি ডিভিশন আহমেদ নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এডিসি ও কার্ডস, আদনান মাহমুদ আশরাফ উজ জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টেকনিক্যাল হেড অব আইসিটি ডিভিশন এবিএম সাদী এবং প্রগতি সিস্টেম লিমিটেড এর হেড অব সেলস ও ডিস্ট্রিবিউশন এসএম সালাহউদ্দিন ও সিবিও মো: আবু তালেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এয়ারটেল মোবাইল ব্যাংকিং সেবায় নতুন মাত্রা নিয়ে আসতে বদ্ধ পরিকর, যা গ্রাহকদেরকে আরো উন্নত সেবা এবং জীবনকে সহজ করতে সাহায্য করবে।
এয়ারটেল বাংলাদেশ সম্পর্কে:
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম দ্রুততম অগ্রনী মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর অঙ্গসংগঠন। প্রতিষ্ঠানটি বিভিন্ন অভিনব মোবাইল সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে ভয়েস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডাটা ও এম কমার্স সেবা। এছাড়াও প্রতিষ্ঠানটি ব্যাপ্তি এবং ধারন ক্ষমতার জন্য এর অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে বদ্ধপরিকর।
ভারতী এয়ারটেল সম্পর্কেঃ
বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০ টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লীতে অবস্থিত এবং গ্রাহক সংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম ৩টির মধ্যে এর অবস্থান। ভারতে এর সেবা সমূহের মধ্যে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবার পাশাপাশি রয়েছে মোবাইল বানিজ্য সেবা, ফিক্স্ড লাইন সার্ভিস, দ্রুত গতির ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ, জাতীয় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার পর্যায়ে লং ডিস্টেন্স এন্টারপ্রাইজ সার্ভিসেস প্রভৃতি। বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধুমাত্র টুজি, থ্রিজি এবং মোবাইল বানিজ্য সেবা প্রদান করে থাকে। ২০১৫ সালের জুন মাসের শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ৩৩০ মিলিয়ন। বিস্তারিত জানতে ভিজিট করুন িি.িধরৎঃবষ.পড়স