এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সাবেক গণমাধ্যমকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ‘সেভ দ্য ফিউচার’ নামে একটি সংগঠন। গোলাম রাব্বী ‘সেভ দ্য ফিউচার’ সংগঠনের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য।
রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সানাউল হক সানী, সেভ দ্য ফিউচার’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক শরীফ ওবায়দুল্লাহ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে সংগঠনটির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা বলেন, এসআই মাসুদকে সাময়িক বরখাস্তই যথেষ্ট নয়, তাকে আজীবনের জন্য পুলিশ বিভাগ থেকে বহিষ্কার করতে হবে। মাসুদ যে বর্বরোচিত আচরণ করেছে, তা ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত। তাই ফৌজদারি আইনে তার বিচার করতে হবে।
মানববন্ধনে সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ বলেন, এসআই মাসুদকে প্রচলিত আইনে শাস্তি দিতে হবে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আমরা সাংবাদিকরা রাস্তায় নামতে চাই না।
ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সানাউল হক সানী বলেন, পুলিশকে যে জনগণের বন্ধু বলা হয়, তার প্রতি আস্থা ফিরিয়ে আনতে মাসুদকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মাসুদের স্থায়ী বহিষ্কারাদেশ দিয়ে পুলিশ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেভ দ্য ফিউচার’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক শরীফ ওবায়দুল্লাহ বলেন, এসআই মাসুদের মতো দু-একজন পুলিশের জন্য আজ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নের সম্মুখীন। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে ছাত্রসমাজ আন্দোলন চালিয়ে যাবে।’
ঢাবি শিক্ষার্থী মুহাম্মদ জিয়াউল হক বলেন, পুলিশ সাধারণ মানুষকে সব জায়গায় হয়রানি করছে। পাসপোর্টের ভেরিফিকেশনের জন্যও পুলিশকে বাধ্যতামূলক ঘুষ দিতে হয়। থানায় মামলা করতে হলে ঘুষ দিতে হয়। পথেঘাটে জিজ্ঞাসাবাদের নামে চাঁদাবাজী করে বেড়ায় পুলিশের অনেক সদস্য। চাঁদা বা ঘুষ না দিলে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেয়া হচ্ছে সাধারণ মানুষকে।
উল্লেখ্য, ৯ জানুয়ারি রাত ১১টার দিকে গোলাম রাব্বী মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজ বাসায় যাওয়ার পথে তাকে তল্লাশির নামে আটক করেন এসআই মাসুদ। এরপর পাঁচ ঘণ্টা আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। রাব্বি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই