মুক্তমত ডেস্ক: জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক ও প্রেমিক মধ্যবিত্ত সংসারের বড় ছেলে নাম তার রাশেদ। আসলে সংসারের বড় ছেলেদের যে কতকিছু বিসর্জন দিতে হয় সংসারে বোঝা মাথায় নিয়ে বাস্তবতার নির্মম পরিনতিতে নিজের প্রেমিকাকে বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয় তুমি তোমার বাবার পছন্দের ছেলে কে বিয়ে করে ফেল। দারিদ্রতা কি আসলেই মহাপাপ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া কি অপরাধ ?
রাশেদের বাবা একজন শিক্ষক, কিন্তু চাকুরীজীবনে অবসর শেষে এখন বড় ছেলে রাশেদের দিকে তাকিয়ে রাশেদ সারাদিন টিউশনি করে কিছু উপার্জন করে তা দিয়ে তো আর সংসার চলে না। রাশেদের বাবা তাই রাশেদ কে চাকরির খোঁজার কথা বলে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চাকরি পাওয়া তো এত সহজ না রাশেদের।
বাবা তার এক ছাত্রের কাছে রাশেদ কে পাঠায় চাকরির জন্য। সেই ছাত্রটি ইচ্ছে করলে চাকরি দিতে পারত, কিন্তু সে তা নাকরে কতদিন ঘুরানোর পর তিরস্কার করে না করে দেয়। রাশেদ নিজে কষ্ট করে লোকাল বাসে ঝুলে পায়ে হেটে যাতায়াত করে, ছোট ভাই বোন ও ছোট্ট ভাগ্নির নানা আবদার ঠিকই পূরন করে।
একদিন বাসা থেকে বের হওয়ার সময় মা বলে বাবা তোর কাছে কিছু টাকা হবে ঘরে বাজার নেই, তোর কাছে টাকা থাকলে তোর বাবাকে বাজারে পাঠাব। রাশেদ মানিব্যাগে থাকা ৫২০ টাকা থেকে ৫০০ টাকা দিয়ে দেয় মার হাতে বাকী ২০ টাকা নিয়ে বের হয় বাসা থেকে। এভাবে সংসারের বড় ছেলেরে চোখের কোনে নীরব জলের কান্নায় সবকিছু মেনে নিতে হয় (আবার সব বড় ছেলেরা কিন্তু এরকম না)।
বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক রাশেদ আছে, এরকম অনেক মধ্যবিত্ত পরিবার আছে যাদের খবর কেউ জানে না কেউ জানতেও চায়না। কিন্তু জীবন থেমে থাকে না নদীর ঢেউয়ের মত বয়ে চলে জীবন অবিরত গল্পের বাকী অংশ দেখুন বিস্তারিত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিফিল্ম “বড় ছেলে”।
আমি টেলিফিল্মটা দেখেছি আর শুধু কেঁদেছি। পরিচালক Mizanur Rahman Aryan ভাই ও প্রধান সহকারী পরিচালক Ponir Khan ভাই আপনারা লোকেদের কান্না করিয়ে কি মজা পান বুঝি না।
আর নাটকে রাশেদ চরিত্রে জীবনের অন্যতম সেরা অভিনয় করে অপূর্ব ভাই এবং রাশেদের প্রেমিকা চরিত্রে অভিনয় জীবনের সেরা অভিনয় করেছে মেহজাবিন আপু। অপূর্ব ও মেহজাবিনের অসাধারন অভিনয় নাটকটিকে পরিপূর্ন বাস্তবরূপ দান করেছে।
যার অভিনয় ও পরিচালনা দেখে শ্রোতাদের চোখে পানি চলে আসে তাঁরাই সত্যিকারের অভিনেতা,অভিনেত্রী ও নাট্য নির্মাতা। সবাইকে বিশেষ অনুরোধ রইল নাটকটি দেখার জন্য।
Ashraful Islam Robin এর ফেসবুক ওয়াল থেকে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই