অখিল সাহা, কানাডার টরন্টো থেকে, সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী পরিষদের সদস্যদের নিয়ে যৌথসভা করেছে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ কানাডা সংসদ।
স্থানীয় সময় সোমবার কানাডায় টরন্টোয় সংসদের সভাপতি সুভাষ দাশের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এর সাধারণ সম্পাদক মিনারা বেগম।
সভায় উদীচীর আদর্শ বিস্তারে প্রবাসী কম্যুনিটির মধ্যে সাংস্কৃতিক চর্চা জোরদার করার মত দেন উপদেষ্টারা। উদীচীর কর্মীদেরকে প্রবাসের উপযোগিতা, লোকসংস্কৃতি ভিত্তিক আর্ন্তজাতিক বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংগঠনের যোগসূত্র তৈরি ও তরুণ প্রবাসী প্রজন্মের অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে জানান তারা।
সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংস্কৃতিককর্মী বিদ্যুৎরঞ্জন দে, আনন্দধারা নৃত্য অ্যাকাডেমির পরিচালক শিপ্রা চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি শাহজাহান কামাল, বাংলাদেশ থিয়েটার টরন্টো চ্যাপ্টারের সভাপতি হাবীবুল্লাহ দুলাল, মাশুক মোহাম্মাদ, সাংস্কৃতিককর্মী শান (শংকর) দে, প্রাক্তন ছাত্র ইউনিয়ন কর্মী ননীগোপাল দেবনাথ, লেখক ফারহানা আজিম শিউলী, প্রাক্তন ডাকসু এজিএস নাসির উদ দুজা, উদীচীর প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম, টিটো খন্দকার, প্রাক্তন ছাত্র ইউনিয়ন কর্মী হাবিবুর রহমান, প্রাক্তন ছাত্র ইউনিয়ন কর্মী মুস্তাফা মাখমুদ ও প্রাক্তন ছাত্র ইয়নিয়ন কর্মী কাজী জহির উদ্দিন।
সভা শেষে হাবীবুল্লাহ দুলালের ৬৭তম জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন উদীচীর কর্মীরা।