আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান এবং ভারত সোমবার পরমাণু স্থাপনার তালিকা বিনিময়ে করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে একই সঙ্গে এ তালিকা বিনিময় করা হয়। তিন দশক আগের পুরানো দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় হয়েছে।
দেশ দু’টির মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে এবং অভিন্ন সীমান্তে যখন গুলি বিনিময় প্রায় নিয়মিত ঘটনা পরিণত হয়েছে তখন এটি করা হলো। আর এটি করা হয় পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তির আওতায় । এ নিয়ে দেশ দু’টি ২৭তম বার পরমাণু তালিকা বিনিময় করে।
১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত চুক্তি করেছিল দেশ দু’টি। ১৯৯১ সালের ২৭ জানুয়ারি এটি প্রথমবারের মতো কার্যকর হয়। (পার্সটুডে)