আ হ জুবেদঃ কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চের মাঝামাঝি দেশটির পৌরসভার জরুরি এক বিজ্ঞপ্তিতে ফ্রাইডে মার্কেট খ্যাত সুক আল-জুম্মা বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
এদিকে কুয়েতের করোনা পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে,তখন প্রায় ৪ মাস পর জুলাই মাসের প্রথম সপ্তাহে সুক আল জুম্মা খুলে দেওয়া হয়।
কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে, ফলে আকস্মিক মার্কেটটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
তবে এবার ঈদের পর পরই সুক আল জুম্মা ফের খুলে দেওয়ার বিষয়টি জানায় উক্ত মার্কেট পরিচালক কমিটি ও স্থানীয় পৌরসভা।
কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয় যে, সুক আল জুম্মা খুলে দেওয়া হবে, তবে তার আগে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে হবে।