আন্তজাতিক ডেস্ক : ইয়েমেনে আলজাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার কার্যালয়টি বন্ধ করে দেয়া হয়। তবে কী কারণে বন্ধ করে দেযা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ইয়েমেনের দক্ষিণাংশের তায়াজ শহরের কার্যালয়টি জোর করে বন্ধ করে দেয়ার নিন্দা জানিয়েছে কাতারভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।
আলজাজিরা কর্তৃপক্ষ বলছে, ইয়েমেন সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে কার্যালয়ে অভিযান চালানো হয় এবং এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অবশ্য টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে তায়াজ শহর কর্তৃপক্ষের কাছে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে।