আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে বাংলাদেশে কোনোরকম জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানরা এখন চরম মানবিক বিপর্যয়ের শিকার। জরুরি ত্রাণ এবং স্বাস্থ্যখাতে সেবার অভাবেই এ বিপর্যয় দেখা দিয়েছে বলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে প্রতিবেদন করেছে ইরানের প্রেস টিভি।
প্রেস টিভির সাংবাদিক জানিয়েছেন, “সত্যিকার অর্থে সেখানে মানবিক বিপর্যয় চলছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও পানি নেই এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুব খারাপ অবস্থায় রয়েছে।”
প্রেস টিভির সংবাদদাতা আরো জানান, ওষুধ এবং আশ্রয়ের ব্যবস্থা মোটেই সন্তোষজনক পর্যায়ে নেই। তিনি সতর্ক করে বলেছেন, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের মাঝে নানারকম রোগব্যাধি মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরো বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- বেশিরভাগ সময় ডাক্তার পাওয়া যাচ্ছে না। যারা মিয়ানমারের সেনাদের গুলিতে আহত হয়েছেন তাদের মধ্যে ইনফেকশনের আশঙ্কা বাড়ছে। পাশাপাশি যাদের অপারেশন বা সার্জারি প্রয়োজন তাও করানোর মতো ব্যবস্থা নেই।”
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই