স্পোর্টস ডেস্ক: আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে ইতালি জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় দলটির কোচ জামপিয়েরো ভেনতুরাকে বরখাস্ত করা হয়েছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সোমবার রাতে সুইডেনের সাথে ইউরোপিয়ান প্লে-অফের দ্বিতীয় লেগে গোল শূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগেই বিদায় নেয়।
ইতালিকে কাদিয়ে বিশ্বকাপের টিকেট পায় সুইডেন। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না ইতালি। ফলে বুধবার ভেনতুরাকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইতালির ফুটবল ফেডারেশন।
অবশ্য ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে রেখেছিলেন ৬৯ বছর বয়সী ভেনতুরা। তবে তিনি দাবি করেছিলেন ইতালির কোচ হিসেবে তার রেকর্ড গত ৪০ বছরের মধ্যে অন্যতম সেরা। ভেনতুরা বলেন, ‘আমি দুই বছরে মাত্র দুটি ম্যাচ হেরেছি। ‘
রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আনচেলত্তি ইতালির পরবর্তী কোচ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।