ডেস্ক নিউজ : তুরাগ নদীর তীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (১২ জানুয়ারি)। ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
বিআরটিসি’র পাশাপাশি ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার সুবিধার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ৫০টি বাস বিনাভাড়ায় দিচ্ছেন। ডিপজলের নিজস্ব পরিবহন প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এসব বাস দিচ্ছেন তিনি। ডিপজল তার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ব ইজতেমায় ডিপজল ১৯৫টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেয়।
ডিপজল বলেন, এ বছর আমাকে একসাথে ৮৮টি বাস বিক্রি করে দিতে হয়েছিল। তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না। এবার আমি ৫০ টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।