টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট তৈমুর আলম খন্দকার এবং ইউ.এ.ই. বিএনপির সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোরশেদ আলম, জিকু, হাসান সহ ইউ.এ.ই. ও এর স্ট্যাট শাখা বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।
দীর্ঘ সময় নিয়ে টেলি-কনফারেন্সে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করতে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডঃ তৈমূর আলম খন্দকার বলেন, সাইবার ইউজার দলের নেতাকর্মীরা নিঃসন্দেহে বিএনপির বিকল্প মিডিয়া হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে, আপনাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোবল হিসেবে কাজ করতে হবে, বিজয় আমাদের সুনিশ্চিত, প্রতীক্ষা শুধু সময়ের। তিনি উপস্থিত বিএনপি, সাইবার ইউজার দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদের মোবারকবাদ জানান এবং আগামী দিনে এস আলম রাজীবের সুযোগ্য নেতৃত্বে সাইবার ইউজার দল আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলের প্রচারনার কাজে ও জনমত সৃষ্টিতে, সেই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস আলম রাজীব আবেগাপ্লুত হয়ে পড়েন, তিনি বলেন আমি দীর্ঘ সাত বছর যাবত অপরাজনীতির স্বীকার হয়ে পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলের থেকে দূরে একাকী এতোগুলো ঈদ পালন করছি, জানি না কবে অবসান হবে আমাদের এই দুঃসময়ের, কিন্তু আজ আমি আপনাদের ভালবাসা, সমর্থন ও মূল্যায়নে সিক্ত হতে পেরে সত্যিই খুব গর্ব অনুভব করছি, আপনারাই জাতীয়তাবাদী শক্তির প্রাণ, যারা হাড়ভাঙ্গা খাটুনি খেটে পরিবার পরিজন থেকে দূরে থেকে কষ্টে উপার্জিত অর্থ ব্যয় করে প্রবাসে দলের পক্ষে স্লোগান দেন। আপনাদের ভালবাসায়ই আমাদের দল বেঁচে আছে, আপনারা মনোবল হারাবেন না। প্রবাসীরা প্রত্যক্ষভাবে বিএনপি গনতন্ত্র মুক্তির আন্দোলনে অংশ না নিতে পারলেও দলের মিডিয়া হিসেবে অনলাইনের মাধ্যমে সর্বাত্মক কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবোই, রাতের পর দিন যেমন আসে, তেমন বাংলাদেশের আকাশেও বিজয়ের সেই নতুন সূর্য উদয় হবেই, আর সেটি হবে জাতীয়তাবাদী সৈনিকদের জন্য। বক্তব্যের শেষে তিনি আবুধাবি সাইবার ইউজার দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।