বিনোদন ডেস্ক : একটি ভালো স্ক্রিপ্ট হাতে এলে অভিনয়শিল্পীরা শুটিং শুরুর আগেই বুঝতে পারেন যে নির্মাতা যদি মনোযোগ দিয়ে কাজটি করতে পারেন, তাহলে দর্শক তা লুফে নেবেন।
শিহাব শাহীন ও সাইফুল ইসলাম রানা রচিত এবং শিহাব শাহীন নির্দেশিত ‘তুমি যদি বল’ নাটকটির স্ক্রিপ্ট হাতে পেয়ে আলিফ, অপূর্ব এবং মেহজাবিন তিনজনেরই এমন অনুভব হয়েছিলো যে এ নাটকটি প্রচারের পর দর্শকের মাঝে আশানুরূপ সাড়া পড়বে।
যথারীতি ভালোবাসা দিবসের দিন রাত ৯টায় আরটিভিতে প্রচারের পর নাটকটি নিয়ে দর্শকের মাঝে বেশ সাড়া পড়ে যায়। বন্ধু মিজানের ছোট বোন মিলির প্রেমে পড়ে যান আবির। কিন্তু কোনোভাবেই আবির ও মিলি কেউ কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি, যদি মিজান ও আবিরের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়! এমনই শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে সর্বোচ্চ যত্ন নিয়ে শিহাব শাহীন নির্মাণ করে দর্শকদের উপহার দিয়েছেন ‘তুমি যদি বল’ নাটকটি।প্রচারের পর থেকেই ইউটিউবে দর্শক নাটকটি উপভোগ করছেন।
নির্মাতা শিহাব শাহীন বলেন, নাটকটি প্রচারের পর থেকে ভীষণ সাড়া পাচ্ছি মুঠোফোনে, ফেসবুকে, ম্যাসেঞ্জারে। আমি দর্শকের ভালোবাসায় মুগ্ধ।
অপূর্ব বলেন, আমার মনের মধ্যে বিশ্বাস ছিলো যে এই নাটকটি দর্শক পছন্দ করবেন। কারণ জীবনের গল্প আছে, আবেগ অনুভূতির গল্প আছে। তাছাড়া রোমান্টিক নাটক নির্মাণে শিহাব ভাই অনন্য, অসাধারণ। একটি ভালো কাজের জন্য কষ্ট করতেও আনন্দ হয়। দর্শকের কাছে কৃতজ্ঞ যে তারা নাটকটি দেখছেন এবং তারা তাদের ভালোলাগার অনুভুতি নানানভাবে প্রকাশ করছেন।
মেহজাবিন বলেন, দর্শকের কাছ থেকে ভীষণ সাড়া পেয়ে খুব ভালো লাগছে। আমার বিশ্বাস ছিলো যে এটি দর্শকের কাছে অনেক ভালোলাগার একটি নাটক হবে। কারণ স্ক্রিপ্ট পড়েই আমি মুগ্ধ হয়েছিলাম। গল্পটা খুব ভালো লেগেছিলো।
আলিফ বলেন, অনেকদিন পর কোনো নাটকে অভিনয় করে এতো সাড়া পাচ্ছি। অনেক ধন্যবাদ শিহাব ভাইয়ের প্রতি।
নাটকটির থিম সং ছিলো ‘খুব একা’। এটি লিখেছেন ও সুর করেছেন সীরাজুম মুনীর। গানটির পূর্ণাঙ্গরূপ শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানান সীরাজুম মুনীর।
নাটকটির একটি পর্যায়ে ব্যবহার করা হয়েছে কুমার বিশ্বজিতের গাওয়া ‘আমি তোরই সাথে ভাসতে পারি মরণ খেয়ায় একসাথে’। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সুর সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।
উল্লেখ্য এবারের ভালোবাসা দিবসে অপূর্ব মেহজাবিন জুটিকে দর্শক বি ইউ শুভ পরিচালিত ‘টুকরো প্রেমের টান’ ও মাবরুর রশীদ বান্নাহ্ নির্দেশিত ‘বেকার’ নাটকেও দেখেছেন।