জগলুল হুদা,বিশেষ প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ উম্মে আল কুয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উম্মে আল কুয়াইন আল আরব ফুটবল মাঠে টোকিও সেট স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষ্যে গতকাল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য করেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কন্সুলেটের কন্সাল জেনারেল এস বদিউজ্জামান। এই সময় আমিতার বাংলাদেশ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উম্মে আল কুয়াইন প্রদেশের পুলিশের প্রধান, ইমেগ্রীশনের প্রধান, সামাজিক, ব্যবসায়ীক ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, আরব আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনেক। আগের চেয়ে বাংলাদেশিদের ইমেজ অনেক বৃদ্ধি পেয়েছে। আগামিতেও এই ধারা অব্যাহত রাখার জন্য সকল প্রবাসীদের এক একজন বাংলাদেশের র্ষ্ট্রাদূতের ভুমিকা পালন করতে হবে। আমিরাতের বাংলাদেশি অভিভাবসীদের অনেক সুনাম রয়েছে। হাতে গুনা কয়েক জনের জন্য দেশের সুনাম যাতে ম্লান না হয়ে সে দিকে সকল প্রবাসীদের সজাগ থাকার আহবনও জানানো হয় সভা থেকে।
পরে দেশ থেকে জন প্রিয় বাউল শিল্পি ফকির সাহাব উদ্দিন ও প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকেরা। আগামিতে সকলের সহযোগিতা পেলে এই টুর্ণামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকেরা। প্রবাসে বিভিন্ন অবদানের জন্য অনুষ্ঠানে গুণিজনকে ক্রেষ্ট দেয়া হয়।