আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি অভিযোগ করেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।
তিনি শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান সমস্যা ফিলিস্তিনি সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার যে চেষ্টা করছে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সে প্রচেষ্টায় সহযোগিতা করছে রিয়াদ ও আবু ধাবি।
আব্দুলমালিক আল-হুথি বলেন, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে রিয়াদ ও আবুধাবি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের স্বার্থ কতখানি রক্ষা করছে।
আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা গত ২৮ জানুয়ারি এডেনে হামলা চালায়। তারা ব্যাপক সংঘর্ষের মাধ্যমে ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু সামরিক স্থাপনা দখল করে নেয়। এক পর্যায়ে তারা শহরের প্রেসিডেন্ট প্রাসাদেরও নিয়ন্ত্রণ গ্রহণ করে।
২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন শুরু করে তাতে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হুথি যোদ্ধাদের দমন ও হাদি সরকারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে দেশটিতে সৌদি আগ্রাসন চলছে।
অবশ্য প্রায় তিন বছরের আগ্রাসনে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালানো ছাড়া আর কোনো সুফল পায়নি সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোট। আব্দুলমালিক আল-হুথি তার ভাষণে আরো বলেন, এডেন শহরে উত্তেজনা ইয়েমেনের স্বাধীনচেতা জনগণের স্বার্থ রক্ষা করবে না। (পার্সটুডে)