আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পেও।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের হুমকি নিয়ে তারা নিয়মিত পর্যালোচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিপোর্ট দেন।
সম্প্রতি সিআইএ রিপোর্ট দিয়েছে, কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে হামলা চালানোর ক্ষমতা রাখে উত্তর কোরিয়া। কূটনৈতিক স্তরে উত্তর কোরিয়া সমস্যার সমাধান না হলে বড় বিপর্যয় নেমে আসবে। যার জেরে উত্তর কোরিয়ার দুই সহযোগী দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানে ব্যাপক প্রাণহানির সম্মুখীন হতে পারে।