মুক্তমত ডেস্ক :আসসালামলাইকুম। আজ আপনাদের নতুন কিছু দেখাব যা প্রশাসনের নাকের আগা দিয়ে চলছে মাদক ও অবৈধ চোরাচালান। ছবিতে দেখছেন ট্রেন থেকে মাল নামাবার পর পুলিশ টাকা নিয়ে অবৈধ মাল বাইরে এগিয়ে দিচ্ছে।
আমি ব্রাহ্মনবাড়িয়া থেকে ট্রেনে করে কুমিল্লা আসছি। ট্রেন টি ছিলো লোকাল এবং পেছনের বগিতে আমি উঠি। কুমিল্লা রাজাপুর এর একটু আগে রেল ক্রসিং এর সময় ট্রেনটি থামে।
তোখন হটাৎ করে একজন মহিলা ও একজন পুরুষ বোড় বোড় কাটুনে করে ট্রেনে মাল তুলে। অবৈধ মাল বলে ট্রেনের যাত্রী সবাই ঝামেলাতে জড়াতে চায়না তাই কেউ কিছুই বলেনি।
তারপর মাল সব ট্রেনে উঠান হয়ে গেছে। কিছু মাল গাড়ির সানসিটে, কিছু মাল ট্রেনের টয়লেটে, কিছু মাল যাত্রীর সিটের নিচে।
আপনারা ছবিতে দেখছেন আমার পাশে মহিলা, এই সেই মহিলা অবৈধ মাল নিয়ে যে ট্রেনের উঠেছে। আমি সব কিছু দেখে মহিলাকে কিছু বলার আগেই মহিলা আমার কাছে সেলেন্ডার হয়ে আমাকে কাছে নত হয়ে বলে কিছু না বলতে।
আমি যখন তাকে জেরা করলাম মহিলা বল্লো তার এক করুন কাহিনি- তার স্বামী বিদেশ ছিল, বিদেশে কাজ করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে তার স্বামীর মেরুদন্ড ভেংগে যায়, তারপর তার স্বামীর যমান ৭/৮ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করে। এখন ভর দিয়ে তার স্বামী হাঁটা চলা করতে পারে কিন্তু কোন কাজ করতে পারেনা। তার সাথে সংসারে অসুস্থ স্বামী সহ ২ মেয়ে ১ ছেলে। তাদের পড়াশুনা, সংসার চালান সব কিছু তাকেই করতে হয়। তাই সে এই অবৈধ পথে ব্যবসা ধরেছে। তার সব কিছু শুনার পড় এক প্রকার বাকরুদ্ধ হয়ে যাই।
এমন জীবনের কাহিনি শুধু তারি নয়, অসৎ পথে চলা অনেক মানুষ কে দেখেছি কাছ থেকে। আমি আজ আমার বন্ধু এবং সমাজের সবার মতামত চাই। আমি একজন ডিপার্টমেন্ট লোক এবং মানবাধিকার কর্মি হিসেবে তখন আমার তাকে কিবা করা উচিত ছিল ?দয়াকরে কমেন্টে করবেন।
বিঃদ্রঃ কোন ব্যক্তি সার্থ বা কোন ডিপার্টমেন্ট কে হেও করার উদ্যেশে পোষ্ট করা হয়নি। প্রশাসনের নজরদারি বাড়ান এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়া এবং এসব লোকেদের কর্মসস্থান এর ব্যবস্থা করা জরুরি।
মো: আসলাম খানের ফেসবুক ওয়াল থেকে
লিঙ্ক : https://www.facebook.com/permalink.php?story_fbid=1969017016747782&id=100009185082879