জগলুল হুদা : “কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান” এই প্রতিপাদ্য নিয়ে আরব
আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে গতকাল
আমিরাতের গ্রীণ সিটি নামে খ্যাত আল-আইনে হয়ে গেল কবিতা উৎসব, গুণীজন
সংবর্ধনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান। আমিরাতে বিভিন্ন অবদানের জন্য নানা
ক্যাটাগরি গুণীজনকে দেয়া হয় ক্রেস্ট ও সনদ পত্র। কবিতা মঞ্চের সভাপতি
মোহাম্মদ মুছার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরের পরিচালনায় আমিরাতের
বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী কবি, শিল্পী, সাহিত্যিকেরা অংশ নেন।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টিভি। প্রবাসীদের সুখ দুখের কথা যমুনা
টিভিতে প্রচার করায় যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মদ রফিক
উল্লাহকে প্রবাসী সাংবাদিক ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।
সাংবাদিকতায় ৩ জন, শিল্পী ও গীতিকারে ৩ জন, কবিতায় ৩ জন, ব্যবসা ও সমাজ
সেবায় ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে। তাছাড়া নানা অবদানের জন্য
১০ জন প্রবাসীর মাঝে সনদ পত্র দেয়া হয়।
অনুষ্ঠানে আগত আলোচকেরা বলেন, প্রবাসের মাটিতে অনেক প্রতিকুল পরিবেশের
মাধ্যমে সাহিত্য চর্চা ও সাংবাদিকতা পেশাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে
হয় প্রবাসীদের। তাদেরকে কর্মকে প্রবাসের বুকে স্বীকৃতি দেয়ার জন্য এই
আয়োজন বলে জানান তারা। তারা আরো বলেন, যমুনা টিভি ২ বছরে প্রবাসীদের
সুখ-দুঃখের সাথী হয়ে যেমন বিগত দিনে ছিল আগামীতেও তাদের এই ধারা অব্যহত
রাখে প্রবাসীদের নিউজগুলো প্রচার করার জন্য কর্পক্ষের কাছে দাবী
জানিয়েছেন। আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে প্রবাসী শিল্পীরা
পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।