এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ মানবাধিকার ও সুশাসন সংস্থা ডেমক্রেসিওয়াচের প্রোডিজি প্রকল্পের আয়োজনে ঢাকা জেলার সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ানে প্রোডিজির সামাজি উদ্যোগ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমিন বাজার ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে শেয়ারিং মিটিং এর মাধ্যমে এ প্রকল্পের যাত্রা শুরু হয়।
প্রোডিজির প্রোগ্রাম অফিসার রাকিবুল ইসলাম খানের সঞ্চালনায় শেয়ারিং মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সচিব ইউপি মেম্বার আফজাল হোসাইন।
ডেমক্রেসিওয়াচের প্রোডিজি প্রকল্পের আমিন বাজার ইউনিয়ানের সেচ্ছাসেবীরা পাঁচটি সামাজি উদ্যেগ প্রকল্প হাতে নেয়। প্রকল্প গুলো হল, সামাজিক বনায়ন সম্পর্কিত স্থায়ী কমিটিকে শক্তিশালি করা, ওয়ার্ড সভাকে সক্রিয় করা, নিরাপদ সড়ক প্রকল্প, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটিকে শক্তিশালি ও উন্নায়ন কর এবং সিটিজেন্ চার্টারকে সচেতন করা।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, প্রোডিজি প্রকল্পের আমিন বাজার ইউনিয়ানের সেচ্ছাসেবীরা যে পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে তা অত্যান্ত একটি ভাল কাজ। ডেমক্রেসিওয়াচকে ধন্যবাদ জানান এরকম প্রকল্প এগিয়ে আসার জন্য। আমিন বাজার ইউনিয়ন পরিষদ থেকে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেমক্রেসিওয়াচের ফিল্ড কো-অর্ডিনেটর ফাতেমাতুল বতুল। আমিন বাজার ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার গণ এবং আমিন বাজার ইউনিয়ানের প্রোডিজি প্রকল্পের সেচ্ছাসেবীরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই