আ হ জুবেদঃ বর্তমান সময়ে বিশ্বে আতংকের শহরের নাম উহান। বিশ্বজুড়ে পরিস্থিতি ঠিক এরকম যে, চীনের সেই শহরের নাম কেউ শুনলেই এখন ভীতিগ্রস্ত হয়ে পড়ছেন।
উহান শহরে চিকিৎসা সেবায় নিয়োজিত ২৯ বছর বয়সী চিকিৎসক এক্সিয়া সিসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
চীনের চরম দুঃসময়ে চিকিৎসা সেবায় অনবদ্য এক দৃষ্টান্ত রেখে গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের এ চিকিৎসক।
চিকিৎসক এক্সিয়া সিসি রেখে গেছেন দুই বছর বয়সী শিশু বাচ্চা আর সবচেয়ে পছন্দের চিকিৎসা পেশা।
মৃত্যুর পূর্বে প্রায় ৪০ দিন আগে করোনা (COVID-19) এর বিরুদ্ধে প্রাণপণ লড়াই শুরু করেছিলেন সদ্য প্রয়াত চিকিৎসক সিসি।
চিকিৎসক এক্সিয়া সিসি উহানের জিয়াংবেই হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনিষ্ঠতম ডাক্তার ছিলেন।
চীনের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রতি সিসির মমত্ববোধ এবং তার বিরামহীন সেবামূলক কর্মকাণ্ড সর্বত্রই প্রশংসিত হয়।
চীনে যখন করোনা ভাইরাসের চরম নিষ্ঠুরতা দেশটিতে বসবাসরত একের পর এক মানুষের দেহে ছড়িয়ে পড়ছে; ঠিক তখন এক্সিয়া সিসি চিকিৎসা সেবা দিতে ঘোষণা দিলেন ঠিক এ কথা বলে যে, আমাকে যেখানে স্মরণ করবেন, সেখানেই পাবেন।
চীনাবাসীর চরম দুঃসময়ে এক্সিয়া সিসির আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।