সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল- কলেজে ২০০০ সালের এসএসসি এবং ২০০২ এইচএসসি শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে। বর্তমানে বিভিন্ন পেশাজীবির মিলিত এই ক্রমবর্ধমান গ্রুপটিতে বাংলাদেশে সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্তমানে প্রায় ২৮ হাজার সদস্যগণের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। হারিয়ে যাওয়া পুরনো সহপাঠীদের খুজে পাওয়া, দেশব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্প্রীতি বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ছাড়াও গ্রুপটি সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সক্রিয় ভুমিকা পালন করে আসছে। এছাড়াও কিংবদন্তীদের মাধ্যমে সমাজের যে কোন শ্রেনীর ব্যক্তিবর্গ সামাজকল্যান মূলক কর্মকাণ্ডে তাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে কেউ স্বেচ্ছায় যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য গ্রুপটির www.amraikingbadanti.com নামে একটি ওয়েবসাইটও সকলের জন্য উন্মুক্ত রয়েছে।
তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী কিংবদন্তীরাও। তাই গ্রুপটির ২য় বর্ষ পুর্তি এবং ৩য় বর্ষে পদার্পণকে কেন্দ্র করে নানান আয়োজনে অনুষ্ঠিত করেন “আমরাই কিংবদন্তী ইউএই মিলন মেলা ও বনভোজন ২০১৯”
উক্ত মিলন মেলায় প্রত্যক কিংবদন্তীর গায়ে ইউএই কিংবদন্তী লগো সংযুক্ত টিশার্ট এর পাশাপাশি উল্লেখযোগ্য বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল — মধ্যাহ্নভোজ, ফুটবল খেলা, ঘুড়ি উড়ানো এবং সমুদ্র স্নান।
দুবাইর আল মামজার পার্কে অনুষ্ঠিত এই মিলনমেলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আলআইন, আজমান, রাস আল খাইমা ও দুবাই থেকে আগত বিভিন্ন পেশাজীবির প্রবাসী কিংবদন্তীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বর্ষ পুর্তি এবং নতুন বর্ষে পদার্পণ উপলক্ষে গ্রুপের সকল কিংবদন্তীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন – মুহাম্মদ ইলিয়াস, মাহফুজুর রহমান সাগর, মাহবুব সরকার ও মুহাম্মদ মুজাম্মেল সহ আরো অনেকে।