এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধিঃ গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী বানিয়াছ শাখার উদ্যোগে গতকাল শুক্রবার রাতে আসন্ন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাসিক খতমে গাউছিয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্হায়ী কার্য্যালয়ে মোহাম্মদ আবদুল মন্নানের পরিচালনায় অনুষ্ঠানে সবাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন শিকদার। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আনসারী ছাহেব।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ নেছার আহমদ, সহসভাপতি মোহাম্মদ জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আবঁচার, সহ সভাপতি জাহাংগীর আলম, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আজাদ প্রমুখ।
অনুষ্টানে বক্তারা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে বলেন, মুসলমানদের মধ্য হানাহানি ও অশান্তির মূলে রয়েছে মহানবী (সাঃ) এর অাদর্শ হতে দূরে সরে থাকা। তারা মহানবী (সাঃ) আদর্শ বাস্তবায়নে সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের অনুসরিত পথে চলার আহবান জানান।
সভায় প্রতিবছরের ন্যায় বানিয়াছেও জাঁকজমকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মিলাদ ক্বীয়াম শেষে দেশ, জাতি, ও প্রবাসীদের কল্যান কামনা করে মোনাজাত করা হয়।