এম. আবদুল মন্নান, আমিরাত থেকে: সত্য ও জীবনের উপলব্ধির জন্য অপরিহার্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন, সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে গত শুক্রবার (২৮ এপ্রিল) আবুধাবী মোছাফফাহস্হ রেড চিলি রেস্টুরেন্ট হলে ঈদে মেরাজুন্নবী (সা:) সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নিদের্শিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক-হজরত ইমাম হায়াত এর নির্দেশনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ইউরোপ মহাদেশীয় প্রধান সমন্বয়ক অধ্যাপক আল্লামা ডঃ কাওছার আমিন রাছেখ।
আল্লামা মফিজুর রহমানের সভাপতিত্ত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার রফিক আহমদ। আরও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, হাফেজ হোসেন ভাই, মিজানুর রহমান, ইকবাল হোসেন, মাহাবুব সালেহ, আবছার উদ্দীন, এনামুল করিম হাবীব, শাহনুর ইসলাম, জয়নাল আবেদীন, নুরূল হুদা আনছারি ও রেজা ফারুক।
মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত উল্লেখ করে বক্তাগণ ইমাম হায়াতের শিক্ষা ও দিকনির্দেশনায় বলেন, মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহতাআলার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ। আল্লাহতাআলা তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্ত্বার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন।
তাঁরা বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ সরাসরি মহাসাক্ষাত মহামিলন আমরা সকল মুমিনের জন্য আত্মার প্রাণপ্রদীপ, হৃদয় ও জীবনের অতুলনীয় মহাউৎসব। দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও নৈকট্য সাধনার সর্বোচ্চ পাথেয়, সত্য ও মুক্তির মহাদিকদর্শন। সঠিক লক্ষ্য ও দিশায় ঈদে মেরাজ শরীফ উদযাপনের মধ্যে নিহিত জীবন ও জগতের সর্বস্তরে সত্য ও মানবতার প্রতিষ্ঠা এবং সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সার্বিক কল্যাণ।
তাঁরা বলেন, অনেকে রমজান ও কোরবাণীর ঈদ ছাড়া আর কোন উপলক্ষ শোকরিয়া বা ঈদ হতে পারেনা মনে করেন যা অজ্ঞতা ও ভুল ধারণা মাত্র, কারণ কোরআনুল করীম ও হাদীস শরীফে আরও অনেক উপলক্ষকে পূর্বাপর সবার জন্য ঈদ হিসেবে উল্লেখ করা হয়েছে যা পালনের পদ্ধতি ভিন্ন(সুরাঃ মায়েদা আয়াত শরীফঃ ১১৪)। আল্লাহতাআলার সকল অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে শোকরিয়া ও খুশী তথা ঈদ পালন মহাকল্যাণকর হিসেবে উল্লেখ করে তাকিদ রয়েছে(সুরাঃ ইউনুস, আয়াত শরীফঃ ৫৮)।
তাঁরা বলেন, জীবনের জন্য আল্লাহতাআলার সর্বোচ্চ পরম দান সব ঈদের মূল ঈদ ঈদে আজম দুনিয়ায় প্রিয়নবীর শুভাগমন যা না হলে আমরা আল্লাহতাআলাকেই পেতাম না। লাইলাতুল কদর তথা কোরআনুল করীম নাজিল হওয়ার মাধ্যমে শানে রেসালাতের প্রকাশ ও দ্বীনে হকের সূর্যোদয়ের ঈদ হিসেবেই রমজানের ঈদ পালন হয় যা ঈদুল ফিতর হিসেবে মানবতার দিকে লক্ষ্য রেখে নামকরণ হয়েছে।
তাঁরা বলেন, মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতাআলার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস, যে শোকরিয়া না হলে নাফরমানী হবে। তবে রমজান ও কোরবাণীর ঈদের মত ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়, ঈমানী হৃদয়ের ঈদ-ঈমানী প্রাণের ঈদ-অসীম প্রেমের ঈদ, যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলেনা, যা অন্য সবকিছুর উৎস।
তাঁরা বলেন, মহামহিম পবিত্র আহলে বায়েত-মহামান্য খোলাফায়ে রাশেদীন-মকবুল সাহাবায়ে কেরাম-সত্যের ইমামবৃন্দ ও আওলিয়া কেরাম সবাই সব যুগে তাঁদের সময়ের প্রয়োজন মোতাবেক সবকিছু পালন করেছেন এবং তাঁদের সবার সমগ্র জিন্দেগীই এসব মহান উপলক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নেই উৎসর্গীকৃত। দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আত্মার বন্ধন ঈমানী উপলক্ষ সমূহই ঈমান-জীবন ও দ্বীনের প্রাণপ্রবাহ যা উপেক্ষিত হলে আত্মা ও দ্বীন মৃত হয়ে যায়।
তাঁরা বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের সাধনায়, জীবনসত্যের আলোকময় বিকাশের লক্ষ্যে, মিথ্যা-আঁধার-মূর্খতা-বিণাশের কবল থেকে মানবতার মুক্তির অভিযাত্রায়, সত্য ও মানবতার ভিত্তিতে শান্তিময় আলোকিত দুনিয়ার প্রতিষ্ঠায় ঈদে মেরাজ শরীফ উদ্যাপনের এ মোবারক ঈমানী কর্মসূচীকে এগিয়ে নেয়া আমরা মুমিন ভাইবোন সবার ঈমানী দায়িত্ত্ব। মহান মোবারক মেরাজ শরীফের রহমত ও আলোকধারায় যুক্ত থাকতে হলে আমাদের অবশ্যই ঈদে মেরাজ কর্মসূচীতে যুক্ত থাকতে হবে এবং ঈদে মেরাজ শরীফের শিক্ষা ও মর্মধারা নিয়ে এগিয়ে যেতে হবে।
দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।
ইমাম হায়াত এর শিক্ষা ও দিকনির্দেশনায় বক্তাগণ বলেন, অনেকে রমজান ও কোরবাণীর ঈদ ছাড়া আর কোন উপলক্ষ শোকরিয়া বা ঈদ হতে পারেনা মনে করেন যা অজ্ঞতা ও ভুল ধারণা মাত্র, কারণ কোরআনুল করীম ও হাদীস শরীফে আরও অনেক উপলক্ষকে পূর্বাপর সবার জন্য ঈদ হিসেবে উল্লেখ করা হয়েছে যা পালনের পদ্ধতি ভিন্ন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই