আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আবারো ইহুদিবাদী ইসরাইল সফর স্থগিত করেছেন। তবে এবারের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি দিকে পেন্সের সফরে যাওয়ার কথা ছিল কিন্তু ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় সফরসূচি নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোনও বিষয়টি নিশ্চিত করেছেন। মাইস পেন্সের সফরের বিষয়ে নতুন কোনো তারিখ ঠিক হয় নি।
ডিসেম্বর মাসের মাঝামাঝি দিকে পেন্সের ইসরাইল সফরের প্রকৃত সময় ছিল। কিন্তু মার্কিন সিনেটে ট্যাক্স সংক্রান্ত একটি বিল পাসের কথা বলে সে সময়কার সফর স্থগিত করা হয়। গত ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে ওঠে। এ অবস্থায় মাইক পেন্স মধ্যপ্রাচ্য সফর বাতিল করেন। সে সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পেন্সের সঙ্গে বৈঠক বাতিল করে। পরে হোয়াইট হাউজ থেকে বলা হয়, পেন্স মধ্য-জানুয়ারিতে ইসরাইল সফর করবেন। (পার্সটুডে)