জগলুল হুদা, নিজস্ব সংবাদদাতা: বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচয়কে জানান দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন আরব আমিরাত প্রবাসী ফরিদপুরের আব্দুল্লাহ। আরব আমিরাতের ইতিহাস ঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক ফেস্টিভলে তার এক মাত্র বাংলাদেশী অংশ গ্রহন করে আসছে দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে। কাঠ খুদাই করে আর আর্ট কাগজে আঁকা তার শিল্প কর্ম স্থানীয় আরবীয়দের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে। দেশটিতে বেশ কয়েক বার রাষ্ট্রীয় পুরষ্কার লুফে নিয়েছে বাংলার এই দামাল ছেলে। গত বছর আবুধাবী দেলমা মলে বিশ্বের ৩০ টি দেশের সাথে মেলায় অংশ নিয়ে জয়ী হয়ে নিলামে বিক্রি হয়ে তার চিত্র কর্ম। আব্দুল্লাহ আরো বলেন, বিগত ৩ বছর ধরে বিভিন্ন মেলায় অংশ গ্রহন করে আসছেন নিজ উদ্যোগে। বাংলাদেশ সরকার বা দূতাবাসের সহযোগিতা পেলে সে তার কর্মের পরিদি আরো বড় করতে পারতেন। তিনি আরো বলেন দেশে অনেক প্রতিভাবান শিশু রয়েছে। যারা একটু সহযোগিতা পেলে দেশের জন্য অনেক সম্মান বয়ে আনতে পারবেন। আগামীতে দেশের অনাথ শিশুদের অগ্রাধিকার দিয়ে একটি আর্ট স্কুল কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে বলে জানান আব্দুল্লাহ। আজ আমিরাতের রাজধানী আবুধাবী মাজদা সিটিতে ২ দিন ব্যাপী আরবের ইতিহাস ও ঐতিহ্য ফেস্টিভলে তার স্টলটি বাংলাদেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।