জগলুল হুদা, রাঙ্গুনিয়া: আজ সোমবার (২২ মে) রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলার নূর জাহান কমিউনিটি সেন্টার মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
বিশেষ অতিথি থাকবেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছার, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. শওকত আলম, সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সম্মেলনকে ঘিরে গত ১ মাস ধরে প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন স্থান। ফেসবুকেও চলছে নানা আলোচনার ঝড়।
সম্মেলনে নতুন নেতৃত্বে পদ পদবী পেতে বিভিন্ন লবিং গ্র“পিং তুঙ্গে উঠেছে। নেতাকর্মীরা চাই মাঠের ত্যাগী, পরিশ্রমী ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতৃত্ব।
অপর দিকে কমিটিতে বর্তমান নেতৃত্ব আবারও বহাল থাকারও সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়। তবে নতুন নেতৃত্বে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
ইতিমধ্যেই সভাপতি পদে বর্তমান সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম দিদার, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু মনছুর, সহ সভাপতি নাজিম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হেলাল উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, বর্্তমান উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ারের নাম শুনা যাচ্ছে।
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ জানান, ‘আমাদেরকে ২০১৩ সালের ১২ এপ্রিল সম্মেলনের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়। তখন রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবকলীগের তেমন সাংগঠনিক কর্মতৎপরতা ছিল না। আমরা সংগঠনকে কয়েক বছরেই একটি শক্তিশালী সংগঠনে পরিণত করেছি।
এখন স্বেচ্ছাসেবকলীগ রাঙ্গুনিয়ায় প্রাণ চাঞ্চল্যকর সংগঠনে পরিণত হয়েছে। নতুন নেতৃত্বে যারাই আসবেন এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মনছুর জানান, ‘রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবকলীগ এখন নেতাকর্মীদের মাঝে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত। ইউনিয়নে ও ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সংগঠনের চাইতেও স্বেচ্ছাসেবকলীগ এই কবছরে রাঙ্গুনিয়ায় প্রাণবন্ত সংগঠনে পরিণত হয়েছে। এই গতিশীলতা রক্ষার্তে সম্মেলনে শক্তিশালী নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।