অগ্রদৃষ্টি ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ (বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০১৫) পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় আসর পবিত্র ঈদুল আজহা। এই দিনে যার যেমন সামর্থ্য আছে সে অনুযায়ী পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এক দৃষ্টান্ত সৃষ্টি করে আত্মশুদ্ধি লাভ করে ইসলাম ধর্মের অনুসারীরা। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ দেশের বিভিন্ন স্থানে কোরবানির মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, ভোলা ও বরগুনায় বেশ কিছু গ্রামে ঈদুল আজহা উদযাপন করবে মুসলমানেরা। প্রতিনিধিদের খবর অনুযায়ী:
বরিশাল: বরিশাল ও পটুয়াখালী জেলার কয়েক হাজার পরিবার আজ বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপন করবে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমির দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে ঈদ জামাতের।
পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা ও কলাপাড়ার নিশানবাড়িয়া এবং বরিশালের সাগরদী এলাকার দাসকাঠি, টিয়াখালীর চৌধুরী বাড়ি এলাকার কয়েক শত পরিবার আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে।
বরগুনা: বরগুনার ৭ গ্রামের প্রায় দুই সহস্রাধিক মানুষ আজ ঈদ উদযাপন করবেন। গ্রামগুলো হচ্ছে – সদর উপজেলার গৌরীচন্না, পাজরাভাঙ্গা, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী।
দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার ৫০ গ্রামে আজ বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরিফের অনুসারী এসব মুসলমান ইতিমধ্যে তাদের ঈদ উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই ৫০ গ্রামের ঈদ পালন করা মানুষরা হচ্ছেন- চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারী। দক্ষিণ চট্টগ্রামের যে ৫০ গ্রামে ঈদ পালিত হবে সেগুলো হলো – চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাসপাড়া, সৈয়দা বাস, দক্ষিণ কাঞ্চননগর, খুনিয়ারপাড়া, হাশিমপুর, গুনাগাড়ি, গণ্ডামারার মিঞ্জিরতলা, সনুয়া, বাঁশখালীর সাধনপুর, আনোয়ার তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালীর চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুরনগর, সাতকানিয়ার মির্জাখীল, বাংলাবাজার
সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের শতাধিক পরিবার আজ ঈদুল আজহা উদযাপন করবে। সকাল ৯টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় রহমতের পাড়া গ্রামে জাহাঁগিরিয়া জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আলী আহম্মদ।
চাঁদপুর: চাঁদপুরের ৪০ গ্রামে আজ বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদুল আজহা। প্রথম ও প্রধান ঈদ জামাত হবে সাদ্রা গ্রামে। ঈদ জামাত শেষে পশু কোরবানি করবেন তারা।
গ্রামগুলো হচ্ছে – হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, অলিপুর, বড়কুল, শমেশপুর, জাকনী, রামচন্দ্রপুর, প্রতাপপুর, শ্রীপুর, বেলচোঁ, রাজারগাঁও, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, বিঘা, উভারামপুর, বাজপাড়া, খিলা, ওটতলী, বালিথুবা, শোলা, রূপসা, গোয়ালবাওর, নোয়াহাট, বাশারা, তেলিসাইর, পৌনসাইর, কামতা, সুড়ঙ্গচাউল, পাইকপাড়া, মূলপাড়া, মুন্সিরহাট, ভোলাচো, কইতাড়া, মতলব উপজেলার আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচআনী, দশআনী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী।
মাদারীপুর: আজ মাদারীপুরের চার উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ হজরত সুরেশ্বরী (রা.) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন। গ্রামগুলো হচ্ছে_ সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তালস্নুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আণ্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের কেরানীবাট, পাচ্চর ও স্বর্ণকারপট্টি।
শরীয়তপুর: শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৩৫টি গ্রামের ৩০ হাজার সুরেশ্বর দরবারের ভক্ত-আশেকান আজ ঈদুল আজহা উদযাপন করবেন।
বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, মাইটকুমরা, দুর্গাপুর, তেলজুড়ি, সুর্যোগসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করবেন। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল শরিফের অনুসারী হিসেবে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।