ডেস্ক রিপোর্ট: বিশ্ব খাদ্য দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব খাদ্য দিবস পালিত হবে। এ উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। ‘অভিবাসনের ভবিষ্যত্ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ এবারের খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয়।
খাদ্য দিবসের মূল আয়োজন হিসেবে আজ বিকাল ৩টায় কেআইবি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় একটি সেমিনার আয়োজন করেছে। সেখানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান বক্তা হিসেবে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। আ কা মু গিয়াস উদ্দিন মিল্কী মিলনায়তন চত্তরে খাদ্য মেলা শুরু হবে। এই মেলা তিন দিন চলবে। খাদ্য দিবস উপলক্ষে সকাল ১০টায় সংসদের দক্ষিন প্লাজা থেকে র্যালি বের হবে। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ ছায়া সংসদ অধিবেশন আয়োজন করেছে।
১৯৮১ সাল থেকে প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।
এবার বাংলাদেশের জন্য খাদ্য দিবস খুবই গুরুত্বপূর্ণ। গত এক দশকের মধ্যে বাংলাদেশ সবচে বড় খাদ্য সঙ্কটে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিদেশ থেকে চাল আমদানী করা হচ্ছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই