বিনোদন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড জগতের ‘লিভিং লিজেন্ড’ আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন। ১৯৬২ সালের আজকের এই দিনে চট্টগ্রাম শহরে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গিটার এবং ব্যান্ডের প্রতি ভালোবাসা তার। সেই ভালোবাসার টানেই তিনি একসময় জড়িয়ে পড়েন ব্যান্ড মিউজিকের সাথে।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলস এর সাথে বেশ লম্বা একটা সময় জড়িত থাকার পর ১৯৯১ সালে তিনি গড়ে তুলেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘এলআরবি’।
আজ তাঁর জন্মদিন শ্রোতা-ভক্ত ও বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইয়ূব বাচ্চু বললেন আমি কৃতজ্ঞ সবার কাছে। আপনাদের ভালোবাসায় সিক্ত আমি। আপনারাই আমার সম্পদ। আপনাদের ভালোবাসাই আমার আগামীর বেঁচে থাকার অনুপ্রেরণা। নিজের একক ও ব্যান্ডের অ্যালবাম ছাড়াও অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু।
আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সেই তুমি’, ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘কষ্ট পেতে ভালবাসি’, ‘মাধবী’, ‘হকার’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বার মাস’, ‘হাসতে দেখ’, ‘এক আকাশ তারা’, ‘উড়াল দেব আকাশে’ সহ অসংখ্য গান।
আইয়ুব বাচ্চুর জন্মদিনে অগ্রদৃষ্টি মিডিয়া পরিবার এর পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই