অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় একটি কিন্ডারগার্টেন স্কুলে যাতায়াতের একমাত্র সড়কটির ্ওখন বেহাল অবস্থা। বিষয়টি দেখার যেন কেউই নেই। সড়কটি নির্মাণের ব্যবস্থা গ্রহণে মাননীয় সংসদ সদস্যের নির্দেশ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের তর্কবাগিস সড়ক সংলগ্ন গৈলা কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এলাকার সহ¯্রাধিক লোকজনের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। সড়কটি নির্মাণে একাধিকবার এলাকার স্থানীয় জনগণ ৪নং গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের কাছে আবেদন করা সত্ত্বেও সড়কটি নির্মাণের কোন ব্যবস্থা তিনি নেননি। এলাকার জনগণ সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র কাছে সড়কটি নির্মাণের আবেদন করলে তিনি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুকে সড়কটি অতি দ্রুত নির্মাণের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সাবেক চেয়ারম্যান বিভিন্ন তালবাহানা ও সময় ক্ষেপণ করে এবং এমপি’র নির্দেশ উপেক্ষা করে সড়কটি নির্মাণে কোন ব্যবস্থা নেননি। পরবর্তীতে ২২ মার্চ ইউপি নির্বাচনে আবুল হোসেন লাল্টু পরাজয় বরণ করলে বর্তমান চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন ্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশ বাস্তবায়নে সড়কটি অতিদ্রুত নির্মানের ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।