অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন দেয়া মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতারের জের ধরে ওই মামলার স্বাক্ষীদের মিল ও রান্নাঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে গ্রেফতারকৃতের সহযোগীরা।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামে মুক্তিযোদ্ধা জাফর খানের বসতঘরে গত ২৩ জানুয়ারি রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় মুক্তিযোদ্ধা জাফর খানের ছেলে জনি খান বাদী হয়ে একই গ্রামের বেলায়েত হোসেন মৃধার ছেলে কাওছার হোসেন (১৯) কে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামী করে আগৈলঝাড়া থানায় ৩০ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।
রবিবার দুপুরে ওই মামলার প্রধান আসামী কাওসারকে বাগধা স্কুল মাঠ থেকে এসআই শাহজাহান গ্রেফতার করেন। কাওসার গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার রাতে জনির দায়ের করা মামলার ১নং স্বাক্ষী একই গ্রামের আজগর মিয়ার বড়ভাই মোনাছেব মিয়ার রান্না ঘরে গ্রেফতারকৃত কাওসারের সহযোগীরা আগুন দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা জানান, একই রাতে মামলার ২নং স্বাক্ষী কাইয়ুমের মামা সবু শাহ’র পরিত্যক্ত রাইস মিলেও আগুন দেয়া হয়। এতে রান্নাঘরের আংশিক ও রাইসমিলের মধ্যে থাকা খড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
অন্যদিকে, রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বারপাইকা গ্রামের সেকেন্দার শাহ’র ছেলে দুলাল শাহকে এসআই হেদায়েতুল্লাহ গ্রেফতার করেন। একই রাতে ছয়গ্রাম এলাকা থেকে নারী নির্যাতন অপর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ওই গ্রামের রব বেপারীর ছেলে হাফেজ বেপারীকে এসআই নেছার গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই