অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় সরকারী রাস্তার গাছ চুরি করে কাটতে গিয়ে গাছ থেকে পরে উপজেলার সোমাইরপাড় গ্রামের সাহেবালী সরদারের পুত্র সেলিম সরদারের (৪২) মৃত্যু হয়েছে।
গত শনিবার সকালে সরকারী রাস্তার গাছ কাটতে গিয়ে গাছ থেকে পরে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টায় দিনমজুর সেলিম মারা যান।
গতকাল রবিবার সকালে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলার সোমাইরপাড় গ্রামের রজ্জব আলী সরদারের পুত্র রফিক সরদারের দিনমজুরি দিতে সেলিম সরদার কে নিয়োগ দেয়।
একটি সূত্রে জানা গেছে, রফিক ও কাশেম বখতিয়ার সরকারী রাস্তার গাছ চুরি করে নেয়ার জন্য দিনমজুর সেলিমকে নিয়োগ করে। তাড়াহুড়া করে রাস্তার গাছ কাটতে গিয়ে গাছ থেকে পরে সেলিমের মৃত্যু ঘটে। ইতোপূর্বে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রফিক ও কাশেম বখতিয়ার রাস্তা থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকার সরকারী গাছ কেটে নিয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই